প্রসঙ্গ : ছাত্র রাজনীতির যৌক্তিকতা।

লিখেছেন লিখেছেন আমীর আজম ০৩ ডিসেম্বর, ২০১৩, ০৬:৫০:১১ সন্ধ্যা

একবার কোথায় জানি পড়েছিলাম, অবসর সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমেই অর্জিত হয় সভ্যতার চুড়ান্ত সফলতা। অর্থাৎ অবসর সময়কে যারা যত সঠিকভাবে ব্যবহার করতে পারবে, তারা তত সভ্য জাতি হিসেবে বিবেচিত হবে।

অবসর কাটানোর জন্য অনেকে অনেক রকম কর্মকাণ্ড করে। গান শোনা, টিভি দেখা, বই পড়া, কবিতা লেখা, খেলাধূলা করা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।

নতুন যুগে যুক্ত হয়েছে আবার ফেসবুক, ব্লগ । যদিও অনেকের কাছে এটা নেশার মত। কেউবা আবার এগুলোকে পেশা হিসেবে গ্রহণ করার পরিকল্পনা করে ফেলেছে।

একটা ম্যাগাজিনে পড়ছিলাম, উন্নত বিশ্বে শিক্ষার্থীরা নাকি তাদের অবসর সময়ে পলিটিক্স করে। শুনে তো আমার পিলে চমকে যাওয়ার মত অবস্থা। বলে কি ? পলিটিক্স মা.. মানে রাজনীতি !

জি পলিটিক্স। কিন্তু আমাদের দেশের মত পলিটিক্স না। এটা হল নিজের দক্ষতা, যোগ্যতা, জ্ঞান, অভিজ্ঞতা, কর্মঠ হওয়া, সবশেষে একজন সামাজিক মানুষ হিসেব বেড়ে ওঠার পলিটিক্স।

নিঃসন্দেহে অবসর সময়ে পলিটিক্স করাটা অন্যান্য যেকোন কাজের চেয়ে শ্রেষ্ঠ। এটা একজন শিক্ষার্থীকে, যে নিজের পড়শোনার জগত ছাড়া কিছুই জানে না, তাকে একজন দক্ষ সামাজিক মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

একজন রাজনৈতিক শিক্ষার্থীর দক্ষতা এবং একজন অরাজনৈতিক শিক্ষার্থীর দক্ষতার মধ্য আসমান -জমিন পার্থক্য থাকাটাই স্বাভাবিক। যে সারা জীবন একটা নির্দিষ্ট গন্ডির ভেতর দিনানিপাত করেছে তাকে যদি হঠাৎ করে দেশের প্রেসিডেন্ট কিংবা কোন বিশ্ববিদ্যালয়ের ভিসি বা কোন কলেজের প্রিন্সিপাল বানানো যায় তার পক্ষে সম্ভব হবে না সেটা পরিচালিত করা।

কিন্তু এ রাজনীতি আমাদের দেশের বর্তমান রাজনীতির মত হলে তো খবর আছে। যেদিন ছাত্র সমাজ ধ্বংসাত্মক ও হিংসাত্মক রাজনীতি পরিহার করে, গঠনমূলক সমালোচনার মাধ্যমে দক্ষতা, অভিজ্ঞতা, জ্ঞান -গড়িমা বৃদ্ধির ও নিজেদেরকে সামাজিক মানুষে পরিনত করার রাজনীতিতে যোগদান করবে সেদিনই দেশের উন্নতি সাধিত হবে।

খারাপ মানুষের কর্মকান্ডে সমাজ ধ্বংস হয় না, সমাজ ধ্বংস হয় ভাল মানুষের নিষ্ক্রিয়তায়।

বিষয়: বিবিধ

৯১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File